মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার দিন মায়ের পুকুরে ডুবে মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় মেয়ের বিয়ের দিন পুকুরে ডুবে রোজাদার বৃদ্ধা মা কহিনুর বেগমের (৭৩) মৃত্যু হয়েছে। রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়ার টালীখোলা গ্রামে। মৃত কহিনুর টালীখোলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। ৮ বছর আগে স্বামী মারা গেছেন। ছয় ছেলের মধ্যে চার ছেলে প্রবাসী। এক ছেলে কিছুটা মানসিক প্রতিবন্ধী। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের অনেক আগেই বিয়ে হয়েছে। ছোট মেয়ের ৪ মাস আগে বিয়ে হয়েছে এক প্রবাসী ছেলের সাথে। গতকাল তাকে শ^শুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্র মতে, সম্প্রতি ছোট মেয়ের স্বামী দেশে ফিরে এসেছেন। রোববার মেয়েটিকে তুলে নিয়ে যাবে। সকল প্রস্তুতি চলছিল ব্যাপক তোড়জোড় করে। করোনার সময় বিধায় স্বল্প পরিসরে চলছিল আয়োজন। আয়োজনের টুকিটাকি কাজকর্ম শেষকরে দুপুরের গোসল করতে পুকুরে গিয়েছিলেন কহিনুর বেগম। গোসল শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুকুরে যান তাকে ডাকতে। গিয়ে দেখেন পুকুরের পানিতে কহিনুরের দুটি পা ভেসে রয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সামিনা জেবিন তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে সেলিম রেজা হাসাপাতালে সাংবাদিকদের বলেন, তার মা পুকুরে গোসল করতে যেয়ে ডুবে যান। হাসপাতালে উপস্থিত দেবর রবিউল ইসলামসহ পরিবারের সকলের ধারণা পানিতে স্ট্রোক করে মারা গেছেন কহিনুর বেগম। ছেলে সেলিম রেজা জানান, তার মা রোজা রেখেছিলেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও চৌগাছা থানা পুলিশের এস আই বজলুর রহমান উপস্থিত ছিলেন হাসপাতালে। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চৌগাছা থানা পুলিশের এসআই বাচ্চু মৃতদেহের সুরাহতল রিপোর্ট করেন। তিনি বলেন, ময়না তদন্ত ছাড়াই বৃদ্ধার মরদেহ দাফন করার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন।