কলোম্বিয়ান গ্যাং ও ভেনিজুয়েলার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে উদ্বাস্তু ৩ সহস্রাধিক

0

লোকসমাজ ডেস্ক॥ কলোম্বিয়া থেকে আসা মাদক পাচারকারী সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর কয়েক দিন ব্যাপী তীব্র সংঘর্ষের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে ভেনিজুয়েলার ৩ সহস্রাধিক মানুষ। ভেনিজুয়েলার সীমান্তবর্তী অপুর প্রদেশে সন্ত্রাসীদের দমনে চলছে অপারেশন বলিভার শিল্ড। এরফলে পুরো প্রদেশ পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। জীবন বাঁচাতে মানুষ ছুটছেন কলোম্বিয়ার দিকে। ফলে সেখানে সৃষ্টি হয়েছে শরনার্থী সংকট। একটি স্টেডিয়ামে ৫০০ তাবু স্থাপন করে আশ্রয় দেয়া হয়েছে শরনার্থীদের। অবস্থা সামাল দিতে কলোম্বিয়ার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে।
গত রোববার অপারেশ বলিভার শিল্ড ঘোষণা করে ভেনিজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন, কলোম্বিয়ার সরকার তাদের সীমান্তে কোনো পাহাড়া দেয় না। এ কারণে সে দেশ থেকে সন্ত্রাসীরা যখন ইচ্ছা খুশি ভেনিজুয়েলায় প্রবেশ করতে পারছে। প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ বলেন, কলোম্বিয়া থেকে মাদক বিক্রি করতে তারা ভেনিজুয়েলায় প্রবেশ করছে। এদের নিধনে জিরো টলারেন্স দেখাবে ভেনিজুয়েলা। এরইমধ্যে তাদের ৩০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অন্তত ৬টি ক্যা¤প। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র, মাদক, গাড়ি ও বোমা। অভিযানে এখন পর্যন্ত ২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভেনিজুয়েলা। তবে কলোম্বিয়ান গ্যাংয়ের হতাহতের খবর প্রকাশ করা হয়নি।