আফগান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফর করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তালেবানের সঙ্গে হওয়া চুক্তির আওতায় যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা একেবারেই নিকটবর্তী তখন পেন্টাগনের প্রধান এই সফর করেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর| দ্য ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, কাবুলে পৌঁছানোর পর তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গানের সঙ্গে বৈঠক করেন । বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চলমান যুদ্ধের অবসানের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে এখনো হিংসার মাত্রা অনেক বেশি । সমঝোতার মাধ্যমে সংঘাত অবসানের, বড় ধরনের হিংসা কমানোর দিকে মনোনিবেশ করা উচিত । তিনি বলেন, আমরা সত্যিই আফগানিস্তানে হিংসার মাত্রা কমে এসেছে এমনটা দেখতে চাই| হিংসা কমলে কূটনৈতিক শর্তে কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। এর মধ্যে জানা গেছে, বিগত বছরের ফেব্রুয়ারি মাসে তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহায় একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না। তবে, আফগান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বৈঠকের পর কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন সকলেই। পাশাপাশি এই দেশে নতুন করে হিংসা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন । এদিকে বৈঠকের পর তিনি টুইটারে জানিয়েছেন, আমি প্রেসিডেন্ট আশরাফ গানের প্রতি কৃতজ্ঞ। আমি এখানে শুনতে এবং শিখতে এসেছি । এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে । বিগত ৯ মাসে আফগানিস্তানে বহু আত্মঘাতী হামলা এবং বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান| নিহত হয়েছেন ১৪১০ জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন তিন হাজারের বেশি আফগান । তারপরও আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার পক্ষে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগান সরকার।