চিপ নির্মাণ কারখানায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগে ইনটেল

    0

    লোকসমাজ ডেস্ক॥নিজেদের চিপ উৎপাদন আরো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে ইনটেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে দুটি কারখানা নির্মাণে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। কোম্পানিটির নতুন শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্যাট জেলসিঞ্জার দায়িত্ব নেয়ার পরই এমন ঘোষণা দেয় তারা। খবর রয়টার্স।
    গত বছর কোম্পানিটির চিপ উৎপাদন হ্রাস পাওয়াতে এর সুনাম ক্ষুণ্ন হয় এবং শেয়ার দরে বড় পতন হয়। গত মঙ্গলবার কোম্পানির ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে বড় ওই বিনিয়োগের ঘোষণা দেন নতুন সিইও প্যাট জেলসিঞ্জার। তার এ ঘোষণা বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানিজ সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি) ও স্যামসাং ইলেকট্রনিক্সের সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। একই সঙ্গে এ উদ্যোগ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নেতৃত্বে সুসংহত করতে সাহায্য করবে। ফলে তাইওয়ানের ওপর চীনের কূটনৈতিক হুমকি মোকাবেলায় এটি ইউরো-মার্কিন জোটকে আরো শক্তিশালী করবে।
    এদিকে নতুন এ পরিকল্পনা এবং চলতি বছরের পুরো অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণার পরই ইনটেলের শেয়ার দর ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে থার্ড পয়েন্ট এলএলসির মতো কিছু বিনিয়োগকারী ইনটেলকে তার ব্যয়বহুল চিপ উৎপাদন কমিয়ে আনার পরামর্শ দিয়েছিল।
    ইনটেল জানায়, শেয়ারপ্রতি ৪ দশমিক ৫৫ ডলার দামে ৭ হাজার ২০০ কোটি ডলার আয় করতে যাচ্ছে তারা। অবশ্য বিশ্লেষকদের পূর্বাভাস ৪ দশমিক ৭৭ ডলার শেয়ারদরে ৭ হাজার ২৯০ কোটি ডলার আয় করবে ইনটেল। যেসব কোম্পনি নিজেরাই চিপ ডিজাইন ও উৎপাদন করে ইনটেল তাদের অন্যতম। অন্যদিকে কোয়ালকম ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোকে চিপ উৎপাদনের জন্য চুক্তিভিত্তিক উৎপাদনকারীদের ওপর ভরসা রাখতে হয়।
    এক সাক্ষাত্কারে ইনটেল সিইও জেলসিঞ্জার বলেন, আধুনিক নির্মাণ প্রযুক্তির মাধ্যমে ইনটেল তার সমস্যাগুলো সম্পূর্ণভাবে কাটিয়ে উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালে বাজারে চিপ চাহিদার দিকে খেয়াল রেখে ইনটেল তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে এখন আমরা বৃহৎ উৎপাদনের দিকে নজর রাখছি। জেলসিঞ্জার আরো জানান, অ্যারিজোনার চ্যান্ডলারে অবস্থিত শিল্প এলাকায় নতুন স্থাপন করা কারখানা দুটিতে অন্তত তিন হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপে আরো নতুন কারখানা স্থাপনের পরিকল্পনাও করবে ইনটেল।
    জেলসিঞ্জার বলেন এসব ফ্যাক্টরিতে ইনটেল নিজেদের চিপ উৎপাদনের পাশাপাশি অন্যান্য চিপ তৈরিকারক প্রতিষ্ঠানের জন্যও উৎপাদনের সুযোগ রাখবে। এছাড়া এ কারখানাগুলো অত্যাধুনিক কম্পিউটিং চিপ উৎপাদনের দিকে বেশি নজর দেবে। জেলসিঞ্জার জানান, ইনটেল চিপ শিল্পে নেতৃত্ব দিতে সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি এসব কারখানার জন্য চিপ তৈরিকারক প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে জেলসিঞ্জার তাদের নাম প্রকাশ করেননি। তবে এক ওয়েবকাস্টে জেলসিঞ্জার জানান, অ্যামাজন, ক্যাসিও, কোয়ালকম ও মাইক্রোসফট ইনটেলের নতুন এ ফ্যাক্টরিতে উৎপাদন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
    জেলসিঞ্জার জানান, আগামী বছরের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন ফ্যাক্টরি স্থাপনের লক্ষ্য হাতে নিয়েছে ইনটেল। একই সঙ্গে কম্পিউটিং চিপ উৎপাদন ও প্যাকেটজাতের জন্য আইবিএমের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্পও হাতে নিয়েছে। টিএসএমসি ও স্যামসাংয়ের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে জেলসিঞ্জার বলেন, যেখানেই তারা থাকুক সেখানেই আমি সবচেয়ে সেরা প্রযুক্তি বেছে নেব। আমার সবচেয়ে সেরা ব্যয় কাঠামো ও সরবরাহ পদ্ধতি রয়েছে।