“মনিরামপুরে আদালতের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ”

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর আদালতের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টায় যশোর প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার মোহনপুরের বাসিন্দা খলিলুর রহমান এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান বলেন, বর্তমানে যে স্থানে মনিরামপুর পৌরসভার কার্যক্রম চলছে, সেই জায়গাটি হচ্ছে মনিরামপুর ইউনিয়ন পরিষদের। খলিলুর রহমারে পিতা গোলাম রহমান সরদার ১৯৬০ সালের ১৮ জুন ইউনিয়ন পরিষদের নামে ৭৯ শতক জমি দলিল করে দেন। দলিলে শর্ত ছিল ইউনিয়ন পরিষদ বাদে ওই জমিতে অন্য কোন স্থাপনা নির্মাণ করলে জমির মালিক অথবা তার ওয়ারেশগণ মালিকানা ফিরে পাবেন। পিতা গোলাম রহমান সরদারের মৃত্যুর পর ৫ ভাই ও ৬ বোন মোট ১১জন এ জমি ওয়ারেশ। কিন্তু তারা ইউনিয়ন পরিষদের নামে দেয়া ওই জমির মালিক বা অংশীদারিত্ব ফিরে পাচ্ছেন না। জমিতে থাকা খলিলুর রহহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়া হয়েছে। পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে গত ৬ মার্চ খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেন। খলিলুর রহমান ওয়ারেশগণের পক্ষে সহকারী জজ (মণিরামপুর) আদালতে মামলা করেন। মামলায় পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানকে বিবাদী করেন। পরবর্তীতে ২০১৯ সালে মহামান্য হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মামলার সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ জারি করেন। কিন্তু হাইকোর্টের আদেশ ভঙ্গ করে পৌর মেয়র খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেন। সংবাদ সম্মেলনে জমির ওয়ারেশগণ উপস্থিত ছিলেন।