যশোরে তিনদিনে ২৫২৭ জনের করোনা টিকা গ্রহণ

0

বিএম আসাদ ॥ করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষার জন্য যশোরে কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল যশোরের ১১টি টিকাদান কেন্দ্রে ১ হাজার ৩শ ৭৬ জন টিকা নিয়েছেন। গত ৩দিন মোট ২ হাজার ৫শ ২৭ জন এ টিকা নেন। এদিকে, ভ্যাকসিন গ্রহণের জন্য সরকারি নিয়ম শিথিল করা হয়েছে। আজ থেকে ৫৫ বছর নয় ৪০ বছরের ঊর্ধ্ব বয়সী লোকজন টিকা নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকা দেয়া হবে। যশোরের সিভিল সার্জন অফিসের মিডিয়া ফোকাস পার্সন এমওসিএস ডাঃ রেহেনেওয়াজ জানিয়েছেন, গতকাল যশোরের ১১টি টিকাদান কেন্দ্রে ১ হাজার ৩শ ৭৬ জনকে করোনা ভ্যাকসিন (টিকা) দেয়া হয়েছে। এর ভেতর যশোর ২৫০ শয্যা হাসপাতাল কেন্দ্রে ৫শ ১ জনকে টিকা দেয়া হয়েছে। পুলিশলাইন হাসপাতালে ৩০ জন টিকা নেন। যশোর সিএমএইচ-এ ৭৯জন ও বিমানবাহিনীর কেন্দ্রে ১৮ জনকে টিকা দেয়া হয়েছে। যশোর সদরে এ ৫টি কেন্দ্র ছাড়াও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শ ১৭ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ ৪৯ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ জন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শ ৮৭ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এর আগের দিন ৮ ফেব্রুয়ারি এসব কেন্দ্রে ৬শ ৭৭ জন এবং প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ৪শ ৭৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। তিনদিনে জেলায় সর্বমোট করোনা টিকা গ্রহণ করেছেন ২ হাজার ৫শ ২৭ জন। টিকা প্রদানের প্রথম ও দ্বিতীয়দিন ছিল ৫৫ বছরের ঊর্ধ্ব বয়সী লোকজনকে তাদের নিজ নিজ দায়িত্বে অনলাইনে সুরক্ষা-অঢ়ঢ়-এ রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণ করা। এ সময় টিকা গ্রহণকারীদের সংখ্যা কম হয়। এরপর সরকারি ওই সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়ম আরো সহজ করা হয়েছে। এখন নিয়ম হয়েছে ৫৫ বছরের ঊর্ধ্বে নয়। ৪০ বছর ঊর্ধ্ব বয়সী ব্যক্তির অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা দিতে পারবেন। করোনা কেন্দ্রের বুথে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নিয়ে হাজির হলে সেখান থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনলাইনে রেজিস্ট্রেশন করে নেয়া হবে এবং ওই বুথ থেকেই তাকে বিনামূল্যে টিকা দেয়া হবে।