সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের মনোনায়নপত্র বিতরণ

0

লোকসমাজ ডেস্ক॥ আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২১-২২ উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের মনোনয়নপত্র বিতরণ ও জমা প্রদান শুরু হয়েছে। রোববার সুপ্রিম কোর্ট বারভবনে আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন আইনজীবী মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মো: মনিরুজ্জামান আসাদ। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র নিয়েছেন হুমায়ুন কবির মনজু। আর সহ-সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন আইনজীবী মাহমুদ হাসান। এ সময় বিভিন্ন পদে আরো অনেক আইনজীবী মনোনয়নপত্র গ্রহণ করেন ও জমা দেন। এতে সুপ্রিম কোর্ট বার ভবনের তৃতীয় তলায় প্লাটিনাম চত্বরে শতাধিক আইনজীবীর উপস্থিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। মনোনয়নপত্র বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য গাজী তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মাহবুব প্রমুখ। মনোনয়নপত্র জমা গ্রহণের পর আইনজীবী মোহাম্মদ আলী বলেন, আইনজীবীদের সমস্যা দূর করব। আর জাতীয় দায়িত্ব দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আইনজীবীদের সাথে নিয়ে কাজ করব।
ব্যারিস্টার মো: মনিরুজ্জামান আসাদ বলেন, আজ দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র খাঁচায় বন্দী। এখন দেশের গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আইনজীবীরা বড় ভূমিকা রাখতে পারে। দেশের ১৬ কোটি মানুষের চাওয়া আইনের শাসন ফিরিয়ে দিতে আইনজীবীদের নিয়ে কাজ করব। সুপ্রিম কোর্টের আইনজীবীরা গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে। হুমায়ুন কবির মনজু বলেন, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে বিশ্বস্ততা অর্জন করেছেন তা ধরে রাখতে চাই। আইনজীবী মাহমুদ হাসান বলেন, গত নির্বাচনে সহ-সম্পাদক পদে সামান্য ভোটে হেরেছি। আশাকরি এবার আইনজীবীরা আমাকে সেবা করার সুযোগ দেবেন। গত ২ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের তৃতীয় তলায় প্লাটিনাম চত্বরে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবী ফোরামের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণ চলবে। এ বিষয়ে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের মনোনায়ন ফরম বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মো: নাজমুল হক বলেন, এ পর্যন্ত সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে সাতজন, সহ-সম্পাদক পদে নয়জন এবং সদস্য পদে ১৩ আইনজীবী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনায়ন ফরম বিতরণ ও জমা নেয়া হবে।