সৌরভের হৃদযন্ত্রে বসল আরও দুটি স্টেন্ট

0

লোকসমাজ ডেস্ক॥ বুকের ব্যথা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের এনজিওপ্লাস্টি হয়। এরপরই দুটি স্টেন্ট বসানো হয় তার হৃদযন্ত্রে। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। সৌরভকে দেখতে বৃহস্পতিবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সৌরভকে দেখে এলাম। ও ভালো আছে। সুস্থ আছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’ বৃহস্পতিবার দুপুরে সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। স্টেন্ট বসানোর পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে দেড় ঘণ্টা। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এনজিওপ্লাস্টি শুরু করা হয়, যা শেষ হয় বিকেল ৫টায়।
প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়েছে। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেবী শেঠি বলেন, ‘পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভ স্থিতিশীল আছেন। তার কোনো সমস্যা হয়নি।’ ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌরভকে ‘ড্রাগ ইলিউটিং’ স্টেন্ট দেয়া হয়েছে। তার আগে শরীরে সেডেটিভ দেওয়া হয়। তবে ডাক্তাররা জানান, কিছুক্ষণ পরই সৌরভ স্বাভাবিক অবস্থায় চলে আসেন। চলতি মাসের শুরুতে প্রথমবার সৌরভের ডান হাত দিয়ে শরীরে স্টেন্ট ঢোকানো হয়েছিল। এবারও একই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। গতকাল তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই (সিসিইউ) থাকবেন। মাত্রা কম করা হলেও আজও অক্সিজেন সাপোর্ট থাকবে তার। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, আগামী এক বছর কড়া ডোজের ওষুধ খেতে হবে সৌরভকে। পাশাপাশি জীবনযাপনও নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনোভাবে যেন শারীরিক কোনো সমস্যা হেলাফেলা না করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।