বিমানবন্দরে বিস্ফোরণ: ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

0

লোকসমাজ ডেস্ক॥হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি আরব-আমিরাত জোট ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা শুরু করেছে। বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর আডেনের বিমানবন্দরে বোমা হামলায় অন্তত ২৬ জন নিহতের পর এই বিমান হামলার কথা জানা গেলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি’র খবরে বলা হয়েছে, সৌদি-আমিরাত জোট বুধবার রাতে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুথিদের দুটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সানা থেকে আল জাজিরা প্রতিনিধিও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটটির বেশি হামলা চালানো হয়েছে।
বুধবার সৌদি আরব সমর্থিত নবগঠিত ঐক্য সরকারের মন্ত্রীদের নিয়ে একটি আডেন বিমানবন্দরে অবতরণের পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। এর কয়েক ঘণ্টার মাথায় আডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভবনে থাকা প্রধানমন্ত্রী মায়েন আব্দুলমালিক, সৌদি রাষ্ট্রদূতকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কোনও গোষ্ঠীর পক্ষ থেকে হামলাটির দায় স্বীকার করা হয়নি। ইরান ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীরা হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।