পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনার চিন্তা

0

লোকসমাজ ডেস্ক॥এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা যায় কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণ-২০২১ ও সমসাময়িক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেবো, সেই চেষ্টা করছি। পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে ২০২১ সালের জুন নাগাদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করবো। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো তাদের ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে।’
তিনি আরও জানান, অন্যান্য বছর যে সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নেওয়া হয়, এবার করোনা পরিস্থিতির কারণে তা পেছাবে। এসএসসি ও সমমান পরীক্ষা জুনে নেওয়া হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে আগামী জুলাই-আগস্ট নাগাদ।
শিক্ষামন্ত্রী জানান, ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। কাজ শেষ হলে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতবিনিময়কালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বক্তব্য রাখেন। ভার্চুয়াল এ বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশ নেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যযন্ত বন্ধ ঘোষণা করা হয়।