খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ : ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৫ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-অনিয়ম ও সরকারি কাজে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বারিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং ১৩৫৫) এ তথ্য জানা গেছে। অন্যদিকে ১৩৬৫ নম্বর স্মারকে কেন উল্লিখিত ৬ জনকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত অন্যান্যরা হলেন ১ নম্বর ওয়ার্ড সদস্য চোরকোল গ্রামের আশরাফুল ইসলাম,২ নম্বর ওয়ার্ড সদস্য শ্রীপুর গ্রামের শ্রী শান্তি বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড সদস্য নওদাপাড়া গ্রামের মো. আ. মজিদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য কুবিরখালী গ্রামের মো. গোলাম রসুল এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য বেড়াশুলা গ্রামের মো. রসুল।
প্রজ্ঞাপনের চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে সাময়িক বহিস্কার করে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪ এর (খ) ও (ছ) ধারা অনুযায়ী কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর জানানোর নোটিশ প্রদান করেছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, করোনাকালীন সময়ে সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি অনিয়ম ধরা পড়ে মধুহাটী ইউনিয়নে। পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল ইউপি সদস্যদের সাথে যোগসাজশে একই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড করে চাল আত্মসাৎ করে আসছিলেন। এই কর্মসূচিতে প্রায় ৩০০টি কার্ডে অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসনের দপ্তর থেকে সরেজমিন তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের চিত্রটি ধরা পড়ে। প্রথমে দুইজন ডিলার মহামায়া গ্রামের জানেব মন্ডলের ছেলে জিয়াউর রহমান নয়ন ও নওদাপাড়া গ্রামের সবদার আলীর ছেলে ইমদাদুল হককে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৭ জন ইউপি সদস্যকে বহিস্কারের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্তের খবরটি নিশ্চিত করেছে।