যশোরে ছুরিকাঘাতে চা দোকানি গুরুতর আহত, সন্ত্রাসী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর টাউন হল মাঠে গত শনিবার রাতে ভাড়াটে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৩২) নামে এক চা দোকানি গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন হাসিব (২২) নামে ওই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক হাসিব বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরখালী গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে। বর্তমানে সে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে বসবাস করে। আহত জাকির হোসেনের ছোটভাই জাহিদ হোসেনের অভিযোগ, যশোর টাউন হল মাঠের পশ্চিমপাশে তার ভাই জাকিরের চায়ের দোকান রয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে হাসিব নামে ওই সন্ত্রাসী সেখানে গিয়ে তার ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। শরীরের ৭টি স্থানে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে হাসিবকে হাতেনাতে আটক এবং তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেন। পরে তাকে পিটুনি দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে তাদের হাতে সোপর্দ করেন লোকজন। এ সময় উপস্থিত লোকজনের সামনে আটক হাসিব স্বীকার করে যে, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার সাব্বির নামে এক যুবক তাকে ৫ হাজার টাকায় ভাড়া করে জাকিরকে ছুরি মারার জন্য। সাব্বিরই তাকে মোটরসাইকেলে করে টাউন হল মাঠে এনে জাকিরকে চিনিয়ে দিয়েছিলো। তিনি আরও জানান, টাউন হল মাঠে পাশের চা দোকানি রফিক ও মিলনের সাথে তার ভাইয়ের ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছে। ফলে এ ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারেন। পুলিশ জানায়, আহত জাকির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।