একনজরে করোনা সংক্রমণ : লন্ডনে টিয়ার ৩ বিধিনিষেধ! সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে লন্ডনে টিয়ার ৩ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এ বিষয়ে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রীর একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। ওদিকে বৃটেনে বিভিন্ন স্থানে ফাইজারের করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করা হচ্ছে। স্কটল্যান্ডে কেয়ার হোমগুলোতে অবস্থানকারীদের সোমবার এই টিকা দেয়ার কথা। এদিন করোনা ভাইরাসের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহার শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও কানাডায়। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের বিভিন্ন স্থানে এরই মধ্যে পৌঁছে দেয়া হয়েছে এই টিকা। তবে হোয়াইট হাউজ তার পরিকল্পনা পাল্টে ফেলেছে। কয়েক দিনের মধ্যে এই টিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের দেয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনার গতি ঘুরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওদিকে লন্ডনে দুটি কাউন্সিল তাদের অনলাইন শিক্ষাদান অব্যাহত রাখার পর প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, স্কুল খোলা থাকা উচিত। বড়দিনকে সামনে রেখে কঠোর লকডাউনের দিকে যেতে পারে জার্মানি। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যামব্রোস দামিনি।