ফেসবুককে পৃথক করতে যুক্তরাষ্ট্রের আইনি পদক্ষেপ

    0

    লোকসমাজ ডেস্ক॥ প্রতিযোগীদের কিনে নেয়ার জন্য অবৈধ পদক্ষেপ নিচ্ছে এবং তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খবর বিবিসির। অভিযোগকারী কর্মকর্তারা ফেসবুককে পৃথক কোম্পানীতে বিভক্ত করার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ছবি শেয়ার করার প্লাটফর্ম ইন্সটাগ্রাম ও মেসেজ সার্ভিস হোয়াটসঅ্যাপও ফেসবুকের মালিকানাধীন। ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আইনি পদক্ষেপগুলোর মধ্যে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে ফেসবুক জানিয়েছে, এ সংক্রান্ত চুক্তি কয়েক বছর আগেই নিয়ন্ত্রক সংস্থাগুলো অনুমোদন দিয়েছে।
    এ প্রসঙ্গে ফেসবুকের পরামর্শক জেনিফার নিউস্টিড বলেন, ‘সরকার একই কাজের পুনরাবৃত্তি করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসার প্রতি তারা শীতল বার্তা দিচ্ছে যে কোনো বিক্রিই চূড়ান্ত না।’ তিনি আরও জানান, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে সফল করার জন্য তারা মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং নিজেদের রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করবে। কর্মকর্তারা অভিযোগ করছেন, সম্ভাব্য প্রতিযোগীদের প্রতি ফেসবুক ‘কেনো অথবা বিনাশ করো’ নীতি প্রয়োগ করছে। এর ফলে ব্যবহারকারী ও প্রতিযোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফেসবুকের বিজ্ঞাপন আয় বাড়াতে গিয়ে তারা নিজেদের তথ্য নিয়ন্ত্রণের অধিকার হারাচ্ছে। আইনি নথিতে ফেসবুকের স্বত্বাধিকারী মার্ক জাকারবার্গের ২০০৮ সালের একটি ইমেইল উল্লেখ করা হয়েছে যেখানে মার্ক লিখেছিলেন, ‘প্রতিযোগীতার চেয়ে কিনে ফেলাই ভালো’। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, ‘প্রায় এক যুগ ধরে ফেসবুক তাদের দুর্বল প্রতিযোগীদের শেষ করে ফেলতে ও প্রতিযোগিতা থেকে বের করে দিতে একক আধিপত্য ও একচেটিয়া প্রভাব প্রয়োগ করেছে।’ জেমস আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের মতো জায়গায় কোনো কোম্পানিরই এমন সীমাহীন ক্ষমতা থাকা উচিত না।’