যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারি শুরুর পর একদিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন কমপক্ষে ৩ হাজার ৫৪ জন। এর আগে সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত ৭ই মে। এই সংখ্যা ছিল ২৭৬৯। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে রয়েছেন কমপক্ষে এক লাখ ৬ হাজার মানুষ। অনেক রাজ্যের হাসপাতাল রোগীতে সয়লাব। স্থান সংকুলান হচ্ছে না। মেডিকেল বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, সামনের কয়েক সপ্তাহে এই অবস্থার আরো অবনতি হবে। এ জন্য অপ্রয়োজনীয় সফর ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। ওদিকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা নিয়ে কঠোরভাবে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্র। সেখানে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক কোটি ৫০ লাখ। মারা গেছেন কমপক্ষে দুই লাখ ৮৯ হাজার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।