বন্ধুকে ইয়াবা দিয়ে ধরিয়ে দেয়ার পর কথিত সোর্স শফিও আটক!

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ ডেকে বন্ধুকে ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়ার পর শেষমেষ নিজেই আটক হয়েছেন কথিত সোর্স ও মাদক ব্যবসায়ী শফিয়ার রহমান শফি (২৬)। তিনি শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার মতিয়ার রহমানের ছেলে। তার বন্ধুর নাম তানভীর হোসেন মানিক (২১)। তিনি বেজপাড়া মেইন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে।
তানভীর হোসেন মানিক জানান, চাঁচড়া রায়পাড়ার প্রিন্স নামে একজন মাদক ব্যবসায়ী তার কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট দিয়েছিলেন বন্ধু শফির কাছে পৌঁছে দেওয়ার জন্য। বহনের জন্য তাকে আড়াই হাজার টাকা দেওয়ার কথা ছিলো। তবে তিনি শফির কাছে ইয়াবা পৌঁছে দিলেও তাকে আড়াই হাজার টাকা দেয়া হয়নি। গত সোমবার সকালে তিনি শফির মোটরসাইকেল নেন চালানোর জন্য। এরপর বিকেলে প্রিন্স তাকে ডেকে নিয়ে শফির মোটরসাইকেলটি তার কাছ থেকে নিয়ে নেন। ইয়াবা বিক্রির টাকা না পেয়ে প্রিন্স শফির মোটরসাইকেল তার কাছ থেকে কৌশলে নিয়ে নেন বলে পরে তিনি জানতে পারেন। তবে শফিকে প্রিন্স শর্ত দেন যে, তার (মানিক) মাধ্যমে ইয়াবা ফেরত দিলে তিনিও মোটরসাইকেল ফেরত দিবেন। এ ঘটনার পর রাত ১১ টার দিকে বেজপাড়া মেইন রোডের ছয় তলা ভবনের সামনে শফি ৫০ পিস ইয়াবার পরিবর্তে তার কাছে ৩০ পিস ইয়াবা পৌঁছে দিতে আসেন। এ সময় পুলিশকেও খবর দিয়ে আসেন শফি। পরে তার কাছে ৩০ পিস ইয়াবা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হয়। অপরদিকে পুলিশকে খবর দিয়ে ডেকে আনার সত্যতা স্বীকার করেছেন শফি। তিনি বলেন, সদর ফাঁড়ির শহিদ নামে পূর্ব পরিচিত এক দারোগাকে ডেকে এনেছিলেন এটা সত্য। কিন্তু মানিককে ধরিয়ে দিতে চাননি। পরে রাতে সদর ফাঁড়িতে গিয়ে মানিকের খোঁজ করতে গেলে পুলিশ তাকেও আটক করে। পুলিশ জানায়, গত সোমবার রাত ১১ টার দিকে বেজপাড়া মেইন রোডে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মানিককে আটক করেন সদর ফাঁড়ি পুলিশের এএসআই গাজী খায়ের। পরে মানিকের স্বীকারোক্তিতে মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা সরবরাহকারী শফিকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।