খুলনা মেডিক্যালে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছর খুলনায় এই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, পিরোজপুর জেলার জিয়ানগর এলাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তি গত ২৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ)-এর সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় ৮ ডিসেম্বর সকাল ১০ টা পর্যন্ত ৮৩ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে খুমেক হাসপাতালে ৮ জন, খুলনায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ২১ জন, যশোরে ৪৪ জন, কুষ্টিয়ায় ৪ জন ও মেহেরপুরে ২ জন রোগী রয়েছেন। তিনি জানান, যশোরের অভয়নগর ও নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেশি। উল্লেখ্য, এর আগে নড়াইলের পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল ভর্তি হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ৮ ডিসেম্বর খুমেক হাসপাতালে পিরোজপুরের জাকির হোসেন নামের এই ব্যক্তি ডেঙ্গু রোগে মারা গেলেন।