শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতক ৫ শিশু উদ্ধার

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়ে যাওয়া আট বন্দি শিশুর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তারা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুরা হলো- যশোরের হৃদয়, আব্দুল কাদের, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী। শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে নড়াইলের মুন্না গাজী এবং দুপুরে যশোরের আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়। সোমবার রাতে অন্য তিনজনকেও একইভাবে উদ্ধার করা হয়। জানা যায়, রোববার (৬ ডিসেম্বর) গভীর রাতে কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে আট বন্দি শিশু পালিয়ে যায়। তারা হলো- যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫) ও আব্দুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪) ও সোহাগ শেখ (১৭), নড়াইলের মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের শাহ আলম (১৮) এবং বরিশালের মাইনুর রহমান সাকিব (১৫)। সোম ও মঙ্গলবার পরিবারের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি রাজু বিশ্বাস (১৬) পালিয়ে যায়। রাজু ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দেবকিনন্দপুর গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। এছাড়া ২০১৪ সালের মে মাসে পালিয়েছিল ছয় কিশোর অপরাধী।