বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ ৭ ডিসেম্বর ১৯৭১ সাল। মুক্তিকামী যৌথ বাহিনীর হামলায় যশোর সেনানিবাসের পতন ঘটলে পাক সেনারা ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ নিয়ে খুলনার দিকে পালিয়ে যায়। এরপর একাত্তরের এই দিনে যৌথবাহিনীর শক্তির কাছে পতন ঘটে সিলেট। এতে পাকিস্তানি জেনাারেলরা ভীত হয়ে পড়েন যে, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) তাদের হাতছাড়া হতে বসে। এদিন পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের অধিনায়ক একে নিয়াজীর সঙ্গে পরামর্শক্রমে গর্ভনর মাালেক রাষ্ট্রপতি ইয়াহিয়াকে জানান, পূর্ব ও পশ্চিম রণাঙ্গণে পাকিস্তানি প্রতিরোধ ধসে পড়েছে এবং মেঘনা নদীর পূর্বদিকে সমস্ত এলাকা পাকিস্তানের দখলের বাইরে চলে যাওয়া শুধু সময় সাপেক্ষে। মালেক বলেন, যে প্রত্যক্ষ হস্তক্ষেপ না করে পাশ্চাত্য শক্তিবর্গ যদি স্রেফ মৌখিক আশ্বাস ও নৈতিক সমর্থন পাকিস্তানের অনুকূলে দেয়া অ্যাহত রাখেন তাতে সরেজমিনে অবস্থার কোন উন্নতি হবার আর সম্ভাবনা নেই। গভর্নর আরও জানান যে, বন্ধু রাষ্ট্রের কাছ থেকে সাহায্যের যদি কোন আশা থেকে থাকে তা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই কার্যকর করতে হবে। অন্যথায় পাকিস্তানের ভরাডুবি হওয়া অবশ্যম্ভাবী। এ সময় রাষ্ট্রপতি বলেন যে, পাকিস্তানের মিত্র শক্তিবর্গের তরফ থেকে প্রার্থিতা সর্বপ্রকার সাহায্য অত্যাসন্ন। এতে পরাজয় বরণ করে নেয়ার এক প্রকার প্রস্তুতি নিয়ে নেয় পাকিস্তানি সমরনায়ক। আর একে একে বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত করার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহযোগিতায় বাংলার মাটিকে খান সেনামুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছাতে থাকেন।