বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় গৌরবদীপ্ত অধ্যায় বিজয়ের মাস ডিসেম্বর আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হবে এবার। এ মাসেই হাজার বছরের স্বপ্ন পূরণ হয়। মাসটি বাঙালি জাতির জন্য খুবই গর্বের এবং আনন্দের হলেও অসীম বেদনার মাসও এটি। কেননা, ৩০ লাখ শহীদের জীবনদানের মাধ্যমে অর্জিত হয় বাঙালি জাতির সুদীর্ঘকালের আকাঙ্খার স্বাধীনতা। এ মাসেই চূড়ান্ত বিজয়ের দুইদিন আগে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসরদের হাতে শহীদ হন দেশের বিশিষ্ট, বুদ্ধিজীবীরা। বিজয়ের আনন্দের পাশাপাশি সেইসব শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এ মাসেই কৃতজ্ঞ জাতির শ্রদ্ধা জানাবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধ। গেরিলা আর মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর মধ্যে দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। ৭১-এর ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি জল্লাদ বাহিনী নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র জনযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মহান এ বিজয়ের মাস বিশ্ব মহামারি করোনার মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে কর্মসূচি। আওয়ামী লীগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ বিজয়ের মাসকে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করবে।