যশোরে শুড়ায় এবার সন্ত্রাসীদের প্রতিহত করলো গ্রামবাসী

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের শুড়া গ্রামে ফের তান্ডব চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে জলকরের চিহ্নিত সন্ত্রাসী হালিম বাহিনীর সদস্যরা। এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। সোমবার সকালে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পাশের গ্রাম জলকরের চিহ্নিত সন্ত্রাসী হালিম তার বাহিনী নিয়ে শুড়া গ্রামে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। তারা কখনো চাঁদার দাবিতে মারপিট, কখনো চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট করে। তাদের রোষানল থেকে বাদ পড়েনি এলাকার নিরীহ কৃষক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষও। চাঁদার দাবিতে প্রকাশ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। ভয়ে সবচেয়ে আতঙ্কগ্রস্ত এলাকার কয়েকটি সংখ্যালঘু পরিবার। তাদের ওপর সন্ত্রাসীরা বেশি নির্যাতন চালিয়েছে।
এলাকাবাসী সন্ত্রাসীদের তান্ডব সহ্য করতে না পেরে কয়েক মাস আগে প্রশাসনের দ্বারস্থ হন। বিভিন্ন সময় পুলিশ ও র‌্যাব এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগীদের নির্যাতনের বর্ণনা শোনেন। পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে বলা হয়। একথা শোনার পর সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীদের শাসাতে থাকে। সোমবার সকাল ১১টার দিকে হালিমের সন্ত্রাসী বাহিনীর সদস্য মনোয়ার হোসেন কয়েকজন সন্ত্রাসী নিয়ে শুড়া গ্রামে গিয়ে এলাকাবাসীকে শাসাতে থাকে। সন্ত্রাসীরা এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে থাকে, র‌্যাব, পুলিশের কাছে গিয়েছিলি কেন ? ওরা আমাদের কিছুই বলবে না। দেখি, তোদের কে ঠেকায়। এক পর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে গেলেও মনোয়ার হোসেনকে এলাকাবাসী গণধোলাই দেন। উল্লেখ্য, জলকর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হালিমের নেতৃত্বাধীন বাহিনীর তান্ডব নিয়ে ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।