ডুমুরিয়ায় ক্লিনিক বন্ধ, ডিলারশিপ বাতিল ও দোকান সিলগালা করলো ভ্রাম্যমাণ আদালত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিনিক বন্ধ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল, মুদি দোকান সিলগালাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধে নিজে মাস্ক না পরা এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি, স্বাস্থ্যবিধি না মানাসহ নানাবিধ অপরাধে এক দোকানিকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। রুদাঘরা তারের পুকুরে মুদি দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির এক বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ওই মুদি দোকান সিলগালা ও সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়। এ ছাড়া রঘুনাথপুর বাজারের ফ্রেন্ডস হেলথ কেয়ার কিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স হালনাগাদ না থাকা, সার্বক্ষণিক ডাক্তার ও প্রশিক্ষিত নার্স না থাকায় কিনিকের মালিক হরিদাস মন্ডলকে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং কনিক বন্ধের নির্দেশ দেয়া হয়। ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদিপ পাল, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।