ডাঃ ফ্লোরার যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মিরজাদী সেব্রিনা ফোরা গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। বিকেল ৩টা ১০ মিনিটে তিনি হাসপাতালে আসেন এরপর তিনি হাসপাতাল নবনির্মিত আইসি ইউভেন্টিলেটর ইউনিট ও কোভিড-১৯ ইউনিট পরিদর্শন করেন। তিনি ৩টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন। এসব দেখে অধ্যাপক ফোরা সন্তোষ প্রকাশ করেন এবং আইসিইউ ভেন্টিলেটর ইউনিট চালু করার জন্যে বেড, ২টি ভেন্টিলেটর ও মনিটরসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে আশস্ত করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে ৬টি আইসিইউ ভেন্টিলেটর হাসপাতালে পাঠানো হয়েছে। আরো দু’টি, বরাদ্দ করায় এর সংখ্যা দাড়িয়েছে ৮টি। তবে আইসিইউ বেড ও মনিটরসহ অন্যান্য উপকরণ না থাকায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ ইউনিট দ্রুত চালু হচ্ছে না। এ সময় স্বাস্থ্য বিভাগের লাইন ডাইরেক্টর (এনসিডি) ডাঃ শেখ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আবুল আলীম, যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (এন্সেথেশিয়া) ডাঃ এবিএম আহসান হাবীব, কনসালট্যান্ট ডাঃ হিমাদ্রী শেখর, সিজেএম প্রকল্পের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডাঃ ইমদাদুল হক, আরএমও ডাঃ মোঃ আরিফ আহমেদ, ডাঃ মোঃ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। এর আগে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব জেনোম সেন্টার, চৌগাছা উপজেলা মডেল হাসপাতাল ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।