সুন্দরবনের হাড়বাড়িয়ায় কুমির ছানা অবমুক্ত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় তিনটি কুমির ছানা অবমুক্ত করা হয়েছে রবিবার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি এই কুমির ছানা অবমুক্ত করেন। এসময় সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহাসীন হোসেন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দীর্ঘদিন ধরে কুমির প্রজনন করা হয়। প্রকৃতিতে কুমিরের সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন সময়ে এই কুমির ছানা বনের অভ্যন্তরে নদী ও খালে অবমুক্ত করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলে ৯০টি কুমির অবমুক্ত করার কথা ছিল। এর অংশ হিসেবে রবিবার তিনটি কুমির অবমুক্ত করা হল। পর্যায়ক্রমে অিবশিষ্ট কুমিরগুলো সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।