আন্তর্জাতিক সংবাদ

0

৪ কোটি টাকার মাদক জব্দের সময় মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক
লোকসমাজ ডেস্ক॥শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ কোটি টাকার বেশি মূল্যের মাদক জব্দ করেছে মালয়েশিয়ান পুলিশ। এই অভিযানের সময় একটি নৌকা মেরামতের ওয়ার্কশপ থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার অনলাইন সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস রবিবার জানিয়েছে, অভিযানের সময় তিন বাংলাদেশি পুরুষ ঘুমিয়ে ছিলেন। দুদিনের অভিযানে মোট ১২ জনকে ধরা হয়েছে। এর মধ্যে আটজন স্থানীয়। বাকি একজন নারী, তার বাড়ি লাওসে। তাদের বয়স ২২ থেকে ৫৮ বছর। তিন বাংলাদেশি মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত কি না, সেটি স্পষ্ট করে প্রতিবেদনে বলা হয়নি। তবে অন্য ৯ জনের সঙ্গে তাদেরও ‘কয়েক সপ্তাহের’ রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশের ধারণা, এই মাদক লাওস থেকে থাইল্যান্ড ঘুরে সাগরপথে মালয়েশিয়ায় ঢুকেছে। জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি আছে গাঁজা। শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল সাড়ে ছয়টা পর্যন্ত মোট আটটি জায়গায় অভিযানগুলো চলানো হয়। সুনগাই নিবং অঞ্চলে প্রথম অভিযানের পর ২ জনকে ধরা হয়। তাদের কাছে পাওয়া যায় ২৫০ কেজি গাজা। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজন পুলিশকে নৌকা মেরামতের ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে পাওয়া যায় তিন বাংলাদেশিকে। তারা ওই ওয়ার্কশপের কেয়ারটেকার। এরপর জিত্রা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এই চক্রের মূলহোতা বলা হচ্ছে। মালয়েশিয়ান পুলিশ বলছে, করোনার সময় সীমান্ত বন্ধ থাকায় পাচারকারীরা রুট বদল করে সাগরপথে মাদক আনছে।

২০২১ সালে আরো বড় বিপদের আশঙ্কা, সতর্কবার্তা নোবেলজয়ী সংগঠনের
লোকসমাজ ডেস্ক॥২০২০ সালটার উপর তিতিবিরক্ত সকলে। একের পর এক খারাপ ঘটনা ঘটেছে বছরভর। তবে নতুন বছরও ভাল যাবে না বলে আগেভাগেই সতর্ক করছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের শীর্ষ কর্মকর্তার সতর্কবাণী, “২০২১ সাল ২০২০-এর চেয়েও খারাপ হতে পারে।” কিন্তু কেন এমন ভবিষ্যৎবাণী করলেন তিনি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাাৎকারে এই সতর্কবার্তা জারি করেছেন। তার কথায়, “ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার প্রদান বিশ্বের তাবৎ রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে নিসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা। ২০২১ সালে একাধিক দুর্ভিরে সাী হতে চলেছে গোটা বিশ্ব। তা ঠেকাতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রনেতাদের এটা বুঝতে হবে।” ওই সাাৎকারে বেসলি আরো বলেন, “সময় থাকতে থাকতে রাষ্ট্রনায়কদের পরিস্থিতিটা বুঝতে হবে।” তার আপে, গত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ও করোনা ভাইরাসের খবর সর্বাধিক প্রচারিত হয়েছে। অথচ গোটা বিশ্বের ুধার সঙ্গে লড়াইয়ের কথা কেউ বলেনি। অথচ এই লড়াইটার কথা বলা খুব জরুরি। তিনি আরো বলেন, ২০২০ সালে দুর্ভিরে কিনারায় দাঁড়িয়েছিল গোটা বিশ্ব। কিন্তু রাষ্ট্রনেতাদের মোটা টাকা অনুদান, আর্থিক প্যাকেজ ও ঋণ দেওয়ার প্রবণতার জেরে তা থেকে রেহাই মিলেছে। এখনই উপযুক্ত পদপে না করলে ২০২১ সালের এই বিপদ এড়ানো যাবে না।” নতুন বছরে আরো একদা লকডাউনের আশঙ্কা করছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি। তিনি জানিয়েছেন, মহামারির দ্বিতীয়, তৃতীয় ঢেউ রুখতে ফের কিছু দেশ লকডাউনের পথে হাঁটতে পারে। এর জেরে অর্থনৈতিক অবস্থার ব্যাপক তি হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোতে এর প্রভাব পড়বে।

সেনাদের দেশে ফেরানোর ঘোষণা নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জোর ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত মার্কিন প্রতিরামন্ত্রী ক্রিস্টোফার মিলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুলারকে সোমবার ভারপ্রাপ্ত প্রতিরামন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেন।সেনাবাহিনীকে দেওয়া প্রথম বার্তায় মুলার বলেন, ‘সমস্ত যুদ্ধের অবসান ঘটাতে হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ১৯ বছর পরেও আমেরিকা আল-কায়েদাকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই গ্রুপটি পরাজিত হওয়ার পথে।’ প্রতিরা বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা এই বার্তায় মিলার বলেন, ‘অনেকে যুদ্ধে কান্ত, আমিও তাদের একজন।’ তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য আপস ও অংশীদার প্রয়োজন। আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি; আমরা আমাদের সব দিয়েছি, এখন ঘরে ফিরে আসার সময়।’ মার্ক এসপারকে বরখাস্ত করার পর ট্রাম্প বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ মিলারকে প্রতিরামন্ত্রী হিসেবে ঘোষণা দেন। গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত ডোনাল্ড ট্রাম্প চার বছর আগে মতায় আসার পরেই আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা বলে আসছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন মতা গ্রহণের আগে ৬৭ দিনে ট্রাম্প যে কোনো পদপে নিতে পারবেন। মার্ক এসপার গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে দুই-তৃতীয়াংশ মার্কিন সেনা সরিয়ে এনেছেন। তবে কাবুল সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা চলাকালে সহিংসতা হ্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগ পর্যন্ত সেখানে ৪ হাজার ৫০০ সেনা মোতায়েন থাকছে।