গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সবক দেওয়া চলে না: মেনন

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক নেতা রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সবক দেওয়া চলে না।’ শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ওয়ার্কার্স পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত দলটির সাবেক সভাপতি আবুল বাশারের স্মরণসভায় অনলাইন ভিডিওকলে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টিও সভাপতি বলেন, ‘আমেরিকার সাম্প্রতিক নির্বাচন বুর্জোয়া গণতন্ত্রের ক্লেদ ও নোংরা চেহারা প্রকাশ করেছে। আবুল বাশার বুর্জোয়া গণতন্ত্রের এই অসারতা সম্পর্কে তার জীবদ্দশায় বলেছেন এবং সমাজতন্ত্রের জন্য সারাজীবন লড়েছেন।’ নিজ দলের সাবেক সভাপতি আবুল বাশার প্রসঙ্গে সিনিয়র এই নেতা বলেন, ‘তিনি শ্রমিক শ্রেণিকে অর্থনৈতিক দাবি-দাওয়া থেকে রাজনৈতিক লড়াইয়ে নিয়ে এসেছেন। উনসত্তরের গণঅভ্যুত্থানে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের শ্রমিকদের ভূমিকা তার প্রমাণ।’ ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে আবুল বাশারের ১০ম মৃত্যুবাষির্কী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শমশির প্রমুখ।