উচ্ছ্বাস নয়, ভারতের অর্থনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিন

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের তুলনায় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেশি বলে যে খবর বেরিয়েছে, তাতে উচ্ছ্বাস প্রকাশের পরিবর্তে চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিআত্মতুষ্টি প্রকাশ ভালো নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আইএমএফের রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি চার শতাংশ বেড়ে হতে পারে এক হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ১০ দশমিক পাঁচ শতাংশ কমে হতে পারে এক হাজার ৮৭৭ ডলার। অর্থাৎ এই প্রথম মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের থেকে ১১ ডলার এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ভারতের অর্থনীতিতে ব্যাপক হারে ধস নেমেছে। তাদের অর্থনীতির পরিধি অনেক বড়। জনসংখ্যা বেশি। করোনা মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে নেমে গেছে। এটি খুবই স্বাভাবিক। সে তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তিনি বলেন, আইএমএফ ধারণা করছে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত থেকে বেশি হতে পারে এবার। যৌক্তিক হতে পারে। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলে এবং ভারতের প্রবৃদ্ধি ৬-৭ শতাংশ হলেই বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে। কারণ প্রবৃদ্ধির সূচক কেবল মাথাপিছু আয় নয়। আরও সূচক আছে প্রবৃদ্ধি নির্ধারিত। ড. আজিজুল ইসলাম বলেন, প্রথমত করোনার প্রভাবের কথা উল্লেখ করলাম। দ্বিতীয়ত ভারতের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতির হার অনেক বেশি। মূল্যস্ফীতি বেশি থাকলে মাথাপিছু আয়ের সঠিক মূল্যায়ন হয় না। এই দিক থেকে আমি মনে করি, ভারতের মাথাপিছু আয় এখনও বেশি। এরপরও আমি বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী। হতাশ হতে চাই না। তবে আত্মবিশ্বাস যেন অতিআত্মতুষ্টিতে রূপ না নেয়। সামনে চ্যালেঞ্জ বাড়ছে। সঠিক মূল্যায়ন করে সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।