সাংবাদিকের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক ইকবাল আনোয়ারের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ রোগীর সাথে চিকিৎসকদের ভাল ব্যবহার করতে হবে। আর জনগণকে সচেতনতার সাথে তাদের চিকিৎসা সেবা বুঝে নিতে হবে। চিকিৎসা সেবা নিতে গিয়ে মানুষ যাতে গরিব না হয়ে যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। গতকাল বিকেলে আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আইসিডিসিআরবি’র ওই কর্মকর্তা আরও বলেন, দেশের মানুষ প্রত্যেকেই তাদের অধিকার হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। তবে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে অনেকের বেগ পোহাতে হয়। সরকারের ও কিছুটা সীমাবদ্ধতা আছে। চিকিৎসা সেবার সাথে যারা জড়িত। তাদের জবাবদিহিতার অভাব রয়েছে। আবার সরকারি ও বেসরকারি চিকিৎসা দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদের কিছুটা ডুয়েল পলিসি আছে। যে কারণে চিকিৎসা সেবায় মানুষ কিছুটা আস্থা হারিয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন ডাঃ শাহাবুদ্দিন।