নির্বাচনে রুশ ভুয়া তথ্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের হুঁশিয়ারি

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোন না কেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করতে ভুয়া তথ্য ব্যবহার অব্যাহত রাখবে রাশিয়া। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলে মস্কোর প্রচেষ্টা আরও বেশি জোরালো হবে বলেও হুঁশিয়ার করেছেন তারা। মার্কিন কর্মকর্তারা বলছেন, নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলে ভুয়া তথ্য ছড়িয়ে নির্বাচনি প্রক্রিয়ার মর্যাদাহানির চেষ্টা করতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচার শিবিরকে অবমূল্যায়নের চেষ্টা করছে মস্কো। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবারই প্রথম নয়। গত নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে মস্কোর হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র ওই অভিযোগ তদন্তও করে। আর এবারের নির্বাচন ঘনিয়ে আসার আগে আবারও সতর্ক করলেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনালের কৌশলগত প্রযুক্তি কর্মসূচির পরিচালক জেমস লুইস বলেন, ‘যদি ফলাফল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তাহলে আশা করা যায় ভোট জালিয়াতি ও ভুল গণনা নিয়ে প্রচুর হৈচৈ শোনা যাবে। আর যদি কোনোভাবে এগুলো ঘটে যায় তাহলে রাশিয়া সেটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখাবে।’ নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা বলেন, নির্বাচনের মর্যাদা ক্ষুণ্ন করতে ব্যাপক সংখ্যক ওয়েবসাইট থেকে প্রচারণা চালানো হবে। আর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই সমস্যা বাড়িয়ে তুলতে পারে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলছেন, ভোট গণনায় যদি বেশি সময় লাগে তাহলে অপরাধী এবং বিদেশি শক্তিগুলো হয়তো ভুয়া তথ্য ছড়াতে পারে। এসবের মধ্যে থাকতে পারে ভোটার নিপীড়নের অভিযোগ, নির্বাচনি অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলা, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে ভুয়া তথ্য ছড়ানো। আর এগুলো হলে মানুষের মনে নির্বাচনের মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। মার্কিন কর্মকর্তাদের আরও আশঙ্কা, ভুয়া তথ্য ছড়ানোর রুশ প্রচেষ্টা নির্বাচনের সময় থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর পর্যন্ত চলতে পারে। তবে এটি নির্ভর করবে নির্বাচনের ফল কেমন হচ্ছে তার ওপর। তবে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে কোনও প্রার্থী সুস্পষ্টভাবে জয়ী হলে রুশ প্রচেষ্টার সুযোগ নষ্ট হবে বলে মনে করেন তারা। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়ে বলছেন, ভূ-রাজনৈতিক লক্ষ্য পূরণে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে ইরান ও চীন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা গত জুলাইয়ে এক বিবৃতিতে জানান, রাশিয়া ট্রাম্পকে পছন্দ করে আর অন্যদিকে ইরান ও চীনের পছন্দ জো বাইডেন। তারপরও অতীত রেকর্ড এবং মার্কিন প্রভাব বিস্তারে রাশিয়ার প্রচেষ্টাকেই মূল উদ্বেগ বলে মনে করেন বহু মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ।