সম্মানীভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে যশোরে পোস্টাল কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ডাক বিভাগের ইডি কর্মচারীদের বিদ্যমান সম্মানীভাতা তিনগুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে রবিবার দুপুরে যশোর প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি আতাউর রহমান মিন্টু বলেন, একই ধরনের সরকারি দায়িত্ব পালন করে বিভাগ বহির্ভূত অস্থায়ী কর্মচারীর চেয়ে ১০ গুণ বেশি বেতন পাচ্ছেন ডাক বিভাগের নিজস্ব চাকরিজীবীরা। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী প্রতি বছর বেতন বাড়লেও ইডি কর্মচারীদের সর্বশেষ ২০১৬ সালে একবার বৃদ্ধি পায়। এরপর আর বাড়েনি। ফলে বর্তমান পরিস্থিতিতে ইডি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, এমন অবস্থায় আমাদের চলমান সম্মানী ভাতা তিনগুণ দাবির প্রস্তাবটি দীর্ঘদিন উপেক্ষিত রয়েছে। এখনও পর্যন্ত দাবির প্রস্তাবটি ডাক মন্ত্রণালয়ে এবং ডাক অধিদপ্তরে ঘুরপাক খাচ্ছে। ইউনিয়ননের জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান বলেন, মুজিববর্ষেই আমাদের এ যৌক্তিক দাবির বাস্তবায়ন চাই। তিনি জানান, অষ্টম জাতীয় বেতন স্কেলে সব ধরনের সুবিধা পাচ্ছে ডাক বিভাগের নিজস্ব কর্মীরা। একই পদে ডাক বিভাগবহির্ভূত (ইডি) কর্মীরা বেতন পাচ্ছেন ১০ গুণের কম। ডাক বিভাগের নিজস্ব এসপিএম পদের কর্মচারী বেতন পাচ্ছেন ১০ হাজার ২০০ টাকার স্কেলে। একই পদে কাজ করে ইডি এসপিএম বেতন না পেয়ে ভাতা পাচ্ছেন মাত্র ৩ হাজার ৩০০ টাকা। একইভাবে ডাক বিভাগের নিজস্ব কর্মচারী অপারেটর পদে বেতন পাচ্ছেন ৯ হাজার ৭০০ টাকা স্কেলে। একই পদে ইডি অপারেট ভাতা পাচ্ছেন ২ হাজার ৫২০ টাকা। অন্যান্য পদের মধ্যে ডাক বিভাগের নিজস্ব পোস্টম্যান বেতন পাচ্ছেন ৯ হাজার টাকার স্কেলে এবং ইডি পোস্টম্যান পাচ্ছেন ২ হাজার ৪৫০ টাকা। সর্বশেষ পদে ডাক বিভাগের নিজস্ব রানার পদের বেতন হচ্ছে ৮ হাজার ২৫০ টাকার স্কেলে এবং একই পদে ইডি কর্মচারী ভাতা পাচ্ছেন ২ হাজার ৩৬০ টাকা। উল্লেখ্য, দেশে দুই শ্রেণির ডাকঘর রয়েছে। বিভাগীয় ও অবিভাগীয়। বিভাগীয় ডাকঘরগুলো সম্পূর্ণ সরকারি রাজস্বখাতভুক্ত। এর কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বেতন স্কেলে বেতন-ভাত পান। অপরদিকে অবিভাগীয় ডাকঘরের কর্মচারীরা সরকারি বেতন স্কেলে বেতন-ভাতা পান না। তারা শুধু নির্দিষ্ট সম্মানী ভাতা পান। দেশে বিভাগীয় ডাকঘর রয়েছে ১ হাজার ৪২৬টি। আর অবিভাগীয় ডাকঘরের সংখ্যা ৮ হাজার ৪৬০টি। বিভাগীয় ডাকঘরের মধ্যে জিপিও রয়েছে ৪টি, এ গ্রেড প্রধান ডাকঘর ২১টি, বি গ্রেড প্রধান ডাকঘর ৪৫টি, উপজেলা পোস্ট অফিস রয়েছে ৪৮০টি, বিভাগীয় সাব পোস্ট অফিস রয়েছে ৮৬৫টি এবং বিভাগীয় শাখা ডাকঘর রয়েছে ১১টি। অপরদিকে অবিভাগীয় সাব পোস্ট অফিস রয়েছে ৩২২টি ও অবিভাগীয় শাখা ডাকঘর রয়েছে ৮ হাজার ১৩৮টি। অবিভাগীয় ডাকঘরে রয়েছে ২৩ হাজার ২১ জন কর্মচারী। এরমধ্যে এক্সট্রা ডিপার্টমেন্টাল সাব পোস্টমাস্টার (ইডিএসপিএম) রয়েছেন ৩২২ জন। এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট (ইডিএ) রয়েছেন ৮১৩৮ জন। এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (ইডিডিএ) রয়েছেন ৫৯৬১ জন এবং অন্যান্য ইডি কর্মচারী রয়েছেন ১৩৪৭ জন।