ঝিনাইদহ সীমান্তে হঠাৎ বেড়েছে অনুপ্রবেশ, ৮৬ নারী-পুরুষ আটক

0

লোকসমাজ ডেস্ক॥ হঠাৎ করেই ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে প্রবেশ করছে নারী-পুরুষ ও শিশু। চলতি মাসে গত ১৫ দিনে ৮৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একইভাবে ভারত থেকে বাংলাদেশে আসছে অনেকে।সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ এবং অনুপ্রবেশের চেষ্টার সময় ৪ দালাল ও ২ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। এর আগে জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশু ও পাঁচ নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।Jhenaidah-Boarder-Arrestশ্রীনাথপুর সীমান্তের গুড়দাহ এলাকা থেকে তাদের আটক করা হয়। ৬ অক্টোবর জেলার ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪৩ জনকে আটক করে বিজিবি। এছাড়া ৯ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১৫ নারী পুরুষকে আটক করে বিজিবি। ১৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করে বিজিবি। তবে বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের কাছে কোনো দেশেরই বৈধ পাসপোর্ট বা কাগজ নেই। তাদের কেউ দুই বছর, কেউ পাঁচ থেকে দশ বছর হলো পাসপোর্টবিহীন বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বসবাস করছিল। অনেকে এর থেকে বেশি সময় ধরে ওই দেশে বসবাস করছে বলে আটকরা জানিয়েছে। আটক সকলের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ আইনে স্থানীয় মহেশপুর থানায় মামলা করেছে বিজিবি।Jhenaidah-Boarder-Arrest-1

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেল বছর ভারতের আসামসহ বিভিন্ন অঙ্গরাজ্যে নাগরিকপঞ্জি তৈরির পর অনেকে অবৈধপথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছিল। তারাই এখন আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে। প্রাথমিকভাবে এটাই আমরা জানতে পেরেছি। তবে তাদের ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাস থেকে এখন পর্যন্ত ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২২২ জন বাংলাদেশি এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ১০ জন ভারতীয়কে আটক করে বিজিবি। এছাড়া ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত অবৈধপথে ভারত থেকে বাংলাদেশের আসার সময় ৩৬৩ জনের বেশি মানুষকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি। উল্লেখ্য, ঝিনাইদহে ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে ৫৭ কিলোমিটার। এরমধ্যে কাঁটাতার বিহীন এলাকা রয়েছে প্রায় ১১ কিলোমিটার। কাঁটাতারবিহীন এলাকা দিয়েই বেশি অনুপ্রবেশ হচ্ছে বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে।Jhenaidah-Boarder-Arrest-2মহেশপুর সীমান্তের মাটিলা গ্রামের নুরুন নবী নামে এক গ্রামবাসী জানান, সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে লোক আসে ভারত থেকে। অনেক সময় তারা সীমানা ক্রস করে বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। একইভাবে বাংলাদেশ থেকে ভারতে যায়। এরা মূলত এক শ্রেণির দালালের মাধ্যমে এপার ওপার হয়ে থাকে। এ বিষয়ে ঝিনাইদহের মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, সম্প্রতি ভারত সরকার তার দেশের প্রকৃত নাগরিকদের তথ্য বের করতে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করে। সেখানে নাম না থাকায় নির্যাতনের ভয়ে এসব অনুপ্রবেশকারী বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে আসে। এখন তারা আবার অবৈধভাবে ফিরে যাচ্ছে। তিনি বলেন, তারা অনেকেই সম্পত্তি বিক্রি করে চলে গিয়েছিল। এখন তারাই আবার অবৈধ পথে ফিরে যাচ্ছে। এছাড়া যারা ভারত থেকে আসছে তারা কোনো মারাত্মক রোগের জীবানু বহন করছে কিনা এটা দেখার বিষয়।