কেশবপুরে দোকানঘর দখলের চেষ্টা : সংঘর্ষের আশঙ্কা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার শ্রীফলা বাজারে একটি দোকানঘরের দখল নিয়ে গ্রামবাসী দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে যে কোনসময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। বিষয়টি নিরসনে ইতোমধ্যে আদালতে মামলা হয়েছে। জানা গেছে, শ্রীফলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে ইখওয়ানুজ্জামান মুন্না ২০১৮ সালের ১০ অক্টোবর তার একটি আধাপাকা দোকানঘরসহ শ্রীফলা বাজারের এক শতক জমি একই গ্রামের মাজেদ সরদারের ছেলে ফারুক সরদারের কাছে বিক্রি করেন। ওই জমি কেনার পর তিনি এলাকার রওশন আলীর কাছে মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। এ ঘটনার দীর্ঘ ২ বছর পর চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ইখওয়ানুজ্জামান মুন্নার ভাই আবু রায়হান ওই জমির শরিক দাবি করে আদালতে একটি আমানত মামলা করেন। মামলায় এখনও চার্জ গঠন না হলেও স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে ভাড়াটিয়া রওশন আলীকে হুমকি দিয়ে ফারুক সরদারের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। বর্তমান দোকানের দখল নিয়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমান প্রভাবশালী মহলের ভয়ে ফারুক সরদার বাড়ি থেকে বের হতে পারছে না। এ ব্যাপারে আবু রায়হান বলেন, ফারুক সরদারের সাথে আমার পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই। এরপরও তিনি অতিগোপনে আমার ভাইয়ের কাছ থেকে অবৈধভাবে দানপত্র দলিল করেছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। রায়ের অপেক্ষায় আছি। কেশবপুর থানার উপপরিদর্শক তাপস জানান, ওই জমির বিরোধ নিয়ে শান্তিভঙ্গের কোন কারণ নেই। উভয়পক্ষকে ডেকে বিষয়টি নিরসন করা হবে।