মহেশপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় একই পরিবারের চারজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের মহেশপুর উপজলোর নাটিমা গ্রামে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় পিতা, পুত্র ও কন্যাসহ ৪ জন গুরতর আহত হয়েছেন। আহতদের ভেতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
টাকা লুট করার প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- নাটিমা গ্রামের কৃষক আব্দুল খালেক (৮০), তার পুত্র মুসা করিম (২৫), ইউনুস আলী (১৫) ও কন্যা রাবেয়া খাতুন (১৭)।
আহতরা জানিয়েছেন, একই গ্রামের মাদক ব্যবসায়ী, জহুরুল নাসির, মহিদুলসহ ১০/১২ জন গতকাল দুপুরে আব্দুল খালেকের ঘরের ভেতর প্রবেশ করে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আব্দুল খালেক ্ ঘেটনার প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে পিতা-পুত্র ও কন্যাসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হন। পরে খালেক ও মুসা করিমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। তখন তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। আহত অপর ২ জনকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।