যশোরে ধর্ষণবিরোধী মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার যশোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেসকাব যশোরের সামনে নাগরিক অধিকার আন্দোলন যশোরের ব্যানারে একাধিক সংগঠন একযোগে মানবন্ধন করে। মানববন্ধন থেকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান।
এসময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করার ঘটনাসহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা ধর্ষণের শাস্তি হিসেবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাস হওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, শুধু আইন পাস করলে হবে না। প্রকৃতরা যাতে শাস্তির আওতায় আসে সে জন্য স্বচ্ছতার সাথে আইন প্রয়োগ করতে হবে।  নাগরিক অধিকার যশোরের ব্যানারে আয়োজিত মানবন্ধনে সংহতি জানিয়ে অন্য যেসব সংগঠন অংশ নেয় সেগুলো হলো সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন একাডেমি যশোর, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বান্ধব যশোর, রাঙা প্রভাত যশোর, আহবান টিউশন সার্ভিস যশোর। মানবন্ধনে সংগঠনগুলোর সাথে যুক্ত নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।