ইলিশ ধরা বন্ধ: সরকারি সহায়তা পাবেন বাগেরহাটে ১২ হাজার জেলে

0

বাগেরহাট সংবাদদাতা॥ মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষণা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন বঙ্গোপসাগরসহ সারা দেশের বিভিন্ন নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে বাগেরহাটের ১২ হাজার জেলে সরকারি সহায়তা পাবেন। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ‌্যার দিকে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক এ তথ‌্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাগেরহাট জেলায় ১৫ হাজার ৬০৮ জন ইলিশ জেলে আছেন। এর মধ্যে বন্ধ থাকা সময়ে ১২ হাজার জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এর আগে ৬৫ দিন বন্ধের সময় আমরা ২৩ হাজার ৪২ জন জেলেকে সরকারি সহায়তা প্রদান করেছি।’ তবে জেলে ও মৎস্যজীবীদের দাবি, সরকার ইলিশ আহরণ বন্ধের ঘোষণা দিলেও অন্য মাছ ধরার জন্য আমরা নদী ও সাগরে যেতে পারি না। ফলে আমরা এক ধরনের বেকার জীবন পার করি। এই সময়ে আমাদের সবাইকে সরকারি সহযোগিতা প্রদান করা হলে আমরা উপকৃত হতাম। উল্লেখ‌্য, বাগেরহাট জেলায় ৩৯ হাজার ৭৩০ জন নিবন্ধিত এবং ১৩ হাজার ৫৪২ জন অনিবন্ধিত জেলে রয়েছেন।