ভারতীয় ভিএইচ গ্র“পের কাছে পাওনা ১৬ কোটি টাকা পরিশোধের দাবিতে ব্যবসায়ীদের অনশন

0

স্টাফ রিপোর্টার॥ ভারতীয় ভিএইচ গ্র“পের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের কাছে পাওনা ১৬ কোটি টাকা পরিশোধের দাবিতে যশোরে অনশন করছেন দেশের পুঁজিহারা ঋণগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার দুপুরে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম মোড়ে প্রতিষ্ঠানটির ভাড়াকৃত অফিসের সামনে এই অনশন কর্মসূচি পালন শুরু হয়।কর্মসূচি থেকে বক্তারা বলেন, ভিএইচ গ্রুপ তাদের সাথে প্রতারণা করেছে। টাকা পরিশোধের জন্য কয়েক দফা সময় নিলেও তা পরিশোধ করেনি। ফলে এখন তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। ব্যাংকের কাছে ঋণগ্রস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে তাদের পাওনা পরিশোধের জোর দাবি জানান তারা। পাওনা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে তারা জানা। উল্লেখ্য ভারতীয় ভিএইচ গ্রুপের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের ‘প্রতারণায়’ দেশের প্রায় ৭০টি কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের পথে বসার অভিযোগ উঠেছে। বিগত ৪-৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর পাওনা প্রায় ১৬ কোটি টাকা পরিশোধ নিয়ে টালবাহানা চলছে। টাকা পরিশোধে কয়েক দফা সময় নিলেও দেওয়া হয়নি একটি টাকাও। বরং অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের যশোরে থাকা দুটি কারখানার একটি ভাড়া এবং অপরটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে।