বাগেরহাটে প্রতিপক্ষের ৭ জন হামলায় আহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-চন্দ্রপাড়া গ্রামের শেখ আব্দুল হাশেমের ছেলে মোয়াজ্জেম হোসেন সাইদ (৪০), তার ব্যক্তিগত গাড়িচালক কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন (৩০), চন্দ্রপাড়া গ্রামের হামিদ শিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৫৫) ও প্রতিবেশী হালিমা বেগম (৫৮)। এদের মধ্যে রাবেয়া এবং হালিমাকে বাগেরহাট সদর হাসপাতাল এবং মোয়াজ্জেম হোসেন সাইদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোয়াজ্জেম হোসেন সাইদ জানান, কচুয়া উপজেলা সদর থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী আকবর শেখ ফোন দিয়ে বলেন ‘সন্ত্রাসীরা মেরে ফেলবে দ্রুত আসেন।’ তিনি কচুয়া থানা পুলিশকে জানিয়ে চৌরাস্তায় গেলে সেখানে থাকা রব, কবির, মাসুম, মতলেব, সিদ্দিকসহ কয়েকজন তাকে ধারালো দা ও লাঠি দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে আসলে গাড়িচালক নয়নসহ অন্যরা হামলায় আহত হন। সূত্র মতে, গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।