যশোরে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজিত অনলাইনে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে যশোর বেজপাড়াস্থ সংসদের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস। বিশেষ অতিথি ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের যশোর জেলার প্রধান সমন্বয়ক বিজন চৌধুরী। সভাপতিত্ব সংসদের সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি অভিজিৎ চক্রবর্তী। সঞ্চালনা করেন সংসদের সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার। উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের সরকারি সিটি কলেজ শাখার সহসভাপতি শ্রাবন্তী গোলদার, সংসদের সদস্য কল্যাণ বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিগতায় বিজয়ীরা ক বিভাগে (বড়) মধ্যে যথাক্রমে স্বস্তিকা দাস, সমাপ্তি সেন, অঙ্কন নাগ, সৌম্যদীপ্ত দাশ বাঁধন, তনুশ্রী সিংহ, কার্তিক সাহা ও অর্ণব পাল এবং খ বিভাগে ( ছোট) যথাক্রমে আরাধ্যা দেবনাথ, লাবণ্য লতা সাহা, শ্রেয়সী দাস শ্রেয়া, নেহা ব্যানার্জী, হিয়া ব্যানার্জী, অনন্যা বসু, অনুষ্কা বসু, সুস্মিতা সাহা, তৃষ্ণা রায়চৌধুরী, ব্রতী বর্মণ। সনাতন বিদ্যার্থী সংসদের যশোর জেলা শাখার সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার জানান, শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী উপলক্ষে ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত গীতাপাঠের ভিডিও গ্রহণ করা হয়।