সাংবাদিক মন্টুকে চৌগাছা প্রেস কাবের অভিনন্দন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু এলটিভি বাংলার দণিাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চৌগাছা প্রেস কাবের প থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। চৌগাছায় কৃতী সন্তান মহিদুল ইসলাম মন্টু এলটিভি বাংলার দণিাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন চৌগাছা প্রেস কাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি সোহেল কবির, সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, যুগ্ম-স¤পাদক প্রভাষক হারুন অর রশীদ, ধর্ম বিষয়ক স¤পাদক এম এ রহিম, অর্থ স¤পাদক আসাদুজ্জামান মুক্ত, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক বাবুল আক্তার, দপ্তর স¤পাদক এইচ এম ফিরোজ হোসেন, সাংগঠনিক স¤পাদক শ্যামল কুমার দত্ত, পত্রিকা বিষয়ক স¤পাদক মাষ্টার আব্দুল আলিম, নির্বাহী সদস্য অধ্য আবু জাফর, অধ্যাপক আবুল কাশেম, কাজী আশাদুল ইসলাম, ড. আব্দুস শুকুর।