শার্শার উলাশী বিএনপি নেতার মায়ের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী বিএনপি নেতা জামাল উদ্দিনের মা রহিমা বেগম ইন্তিকাল করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা ১১ টায় শার্শার কাঠুরিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি/পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছেলে কাঠুরিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তার মা অসুস্থ থাকার পর বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার বাদআসর কাঠুরিয়া স্কুলমাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়।