যশোরে কর্মহীনদের রেশনের দাবিতে গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ

0

বন্ধ পাটকল চালু, পাটের ন্যায্যমূল্য প্রদানসহ জাতীয় ও জনজীবনের জরুরি সমস্যা সমাধানে এবং করোনায় কর্মহীনদের কাজ, খাদ্য, চিকিৎসা ও রেশনিংয়ের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রেস কাব যশোরের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ফ্রন্টের যশোর জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দফতর সম্পাদক কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, করোনা দুর্যোগে হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল এবং এখনও অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্নআয়ের কর্মজীবী অনেক মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের এই দুর্বিষহ পরিস্থিতিতে না কোন মালিক তাদের কার্যত সহায়তা করছে, সরকারি সহায়তাও তারা পাচ্ছে না। উপরন্তু সম্প্রতি কিছু সংখ্যক হোটেল রেস্টুরেন্ট খুললেও অধিকাংশ শ্রমিককে এখনও কাজে নেওয়া হয়নি। আর যাদের কাজে নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করালেও আগের থেকে কম, কোন কোন ক্ষেত্রে অর্ধেক মজুরিতে কাজ করতে বাধ্য করানো হচ্ছে। বক্তারা বকেয়া পাওনাদি পরিশোধ করে বন্ধ পাটকল আধুনিকায়নপূর্বক চালু এবং করোনায় চাকুরিচ্যুত-কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা, নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধ ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবিতে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি