অভয়নগরে কলেজ নিশ্চায়ন না করায় এইচএসসিতে ভর্তি হতে পারছে না শতাধিক শিক্ষার্থী

0

নজরুল ইসলাম মলিক, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে এইচএসসি ভর্তিতে অনলাইনে নিশ্চায়ন না করায় ভর্তি হতে পারছে না শতাধিক শিক্ষার্থী। ভুক্তভোগী এসব শিক্ষার্থী এইচএসসি প্রথমবর্ষে কলেজে ভর্তি হতে না পারায় অভিভাবকদের নিয়ে বিভিন্ন জায়গায় দেনদরবার করে চলেছেন। অনেক অভিভাবক তার সন্তানকে ভর্তি করার জন্য ছুটছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসিতে ভর্তির জন্য কলেজ নির্বাচন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়েছে শিক্ষার্থীদের। ভর্তি ফরমে শিক্ষার্থীরা তাদের দেয়া মনোনীত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। কলেজে ভর্তির সুযোগ পাবার পর বোর্ডের নির্ধারিত ফিস ২শ টাকা জমা দিয়ে অনলাইনে নিশ্চায়ন করার বিধান থাকলেও অনেক শিক্ষার্থী তা করেনি। এ কারণে তারা ভর্তি হতে পারছে না। অভিভাবক ও শিক্ষকদের সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলায় রয়েছে ১৩টি কলেজ। প্রায় প্রতিটি কলেজে ৮-১০জন করে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নিশ্চায়ন না করার ফলে ভর্তি থেকে বাদ পড়েছে। নওয়াপাড়া সরকারি কলেজে ভর্তি হতে সুযোগ পাওয়া শিক্ষার্থী, পায়গ্রাম কসবা উত্তরডিহী গ্রামের বাসিন্দা তানজিমা সুলতানা জানান, ‘আমি অনলাইনে আবেদন করার পর নওয়াপাড়া সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছি, কিন্তু নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করায় এখন আমি আর কলেজে ভর্তি হতে পারছি না।’ নিশ্চায়ন করা হয় নি কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমি বা আমার পরিবারের কেউ জানি না নিশ্চায়নের কথা। তাছাড়া যে কম্পিউটার সেন্টার থেকে অনলাইনে ভর্তির আবেদন করেছি, সেই সেন্টার থেকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।’ নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মো. মহিদুল ইসলাম খাঁন জানান, তার জানা মতে, ভর্তিতে সুযোগ পাওয়া তিনজন শিক্ষার্থী নিশ্চায়ন না করায় তার কলেজে ভর্তি হতে পারেনি। তাছাড়া তিনি আরও জানান, এ বছরের ভর্তিতে তার কলেজে সুযোগ পেয়েও ১৭জন শিক্ষার্থী এখনও পর্যন্ত কলেজে ভর্তি হননি। এসব শিক্ষার্থী কলেজে ভর্তি না হওয়ায় তাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যেতে বসেছে। ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ভর্তিতে সুযোগ পাওয়া ১৭জন শিক্ষার্থী তার কলেজে ভর্তি না হলে তারা দেশের অন্য কোন কলেজেও ভর্তি হতে পারবে না। নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, তার জানা মতে, নিশ্চায়ন না করায় তার কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থ রয়েছে ১০জন। তাদের ভর্তির বিষয়ে শিক্ষাবোর্ড নিশ্চায়নের তারিখ বর্ধিত করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কিছুই করার নেই কলেজ কর্তৃপক্ষের। বিষয়টি সম্পর্কে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কে.এম. রব্বানী জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আশা করছি, অতি দ্রুত এইচএসসি ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’