বাজার ও টার্মিনাল ইজারায় দুর্নীতির মামলায় নড়াইলে ৮ জনের জামিন

0

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলের বাস টার্মিনাল (রূপগঞ্জ) ও নড়াইল বাজার ইজারায় দুর্নীতির মামলায় পৌরসভার তৎকালীন কাউন্সিলসহ ৮ আসামি রোববার আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পেয়েছেন। যশোরের স্পেশাল জজ(জেলা জজ) আদালদতের বিচারক মোহাম্মদ সামছুল হক তাদের আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। ওই মামলার রায়ের বিপক্ষে করা রাষ্ট্রপক্ষের রিভিশন হাইকোর্টে গৃহীত হওয়ায় আসামিদের সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছিলো। এরই প্রেক্ষিতে আসামিরা আদালতে আত্মসর্পণ করেন বলে জানিয়েছেন দুদকের পিপি অ্যাড. মো. সিরাজুল ইসলাম।
রোববার যারা আদালতে আত্মসমার্পণ করেন তারা হচ্ছেন-নড়াইল পৌরসভার তৎকালীন কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, সরফুল আলম লিটু, সৈয়দ মুশফিকুর রহমান, কাজল লতা, পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, মহিষখোলা গ্রামের এইচএম সোহেল রানা পলাশ, রূপগঞ্জের রুবেল মিয়া ও তৌফিকুর রহমান মামুন। উল্লেখ্য, দুর্নীতির ওই মামলায় ২০১৯ সালের ১৬ এপ্রিল এক রায়ে বিচারক আসামিদের আদালত চলাকালীন পর্যন্ত কারাদন্ড ও ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিপক্ষে হাইকোর্টে রিভিশন করেন। যার ক্রিমিনাল রিভিউশন নম্বর ৭৩০/২০। চলতি বছরের ২ মার্চ এ সংক্রান্ত শুনানি শেষে হাইকোর্টে রিভিশন গৃহীত এবং পূর্বের রায় স্থগিত ও ৮ আসামিকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেয়া হয়।