বাগেরহাটে শিশু ও মানব পাচাররোধে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥“শিশু সুরা নিশ্চিত করুন, পাচারমুক্ত বাংলাদেশ গড়ুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব মানব পাচারবিরোধ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসকাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অবসরপ্রাপ্ত শিক রবীন্দ্রনাথ মুখার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদসহ সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, শিশু ও মানবপাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে স্ব-স্ব জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষও বুঝতে পারে মানবপাচার একটি বড় অপরাধ। পাচারের শিকার শিশু বা যে কোন মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। তারা স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত হয়। তাই মানবপাচারের বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।