তেরখাদায় শিশু ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার

0

খুলনা প্রতিনিধি॥ খুলনার তেরখাদা উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু ধর্ষণের অভিযোগে কনস্টেবল রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, গতকাল বেলা ১১টার দিকে মধুপুর ইউনিয়নের উত্তর মোকামপুর গ্রামে ফুল দেওয়ার কথা বলে কনস্টেবল আলমগীর শিকদারের ছেলে পুলিশ কনস্টেবল রেজাউল শিকদার একই গ্রামের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়। এ ঘটনায় রেজাউলকে গ্রেফতার করে পুলিশ। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে (নম্বর-১, তারিখ-১৪/০৯/২০২০ ইং)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দক্ষিণ বিএম আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, কনস্টেবল রেজাউল নাটোর জেলা পুলিশ লাইনে দায়িত্বরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।