পাইকগাছায় লোনা পানিতে উৎপাদিত কাঁকড়া পোনা কৃষকদের মাঝে বিতরণ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছা লোনা পানি কেন্দ্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম উৎপাদিত কাঁকড়ার পোনা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে লোনা পানি মৎস্য গবেষণা কেন্দ্রের মিলনায়তনে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরামর্শকা ড. হারুন-অর-রশিদ, ড. নওশের আলী। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়ার পোনা উৎপাদন এ কেন্দ্রর জন্য শুধু নয় দেশের জন্য বিশাল অর্জন।