কপিলমুনির হরিঢালীতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করছে একটি চক্র। দীর্ঘদিন যাবত এই চক্রটি বৃক্ষ নিধনে মেতে থাকলেও হুশ হয়নি প্রশাসনের। তবে বর্তমানে প্রশাসন তৎপর হলেও ততক্ষণে প্রায় ৬৫ শতাংশ গাছ কেটে সাবাড় করা হয়েছে। একাধিক সূত্র জানায়, উপকূলীয় অঞ্চল হরিঢালী ইউনিয়নের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক সহায়তার জন্য উত্তরণ (এনজিও) নামক একটি প্রতিষ্ঠান এই ইউনিয়নের ৮টি গ্রামে দীর্ঘ ২৬ কিলোমিটার সরকারি রাস্তার দু’ধারে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে তা রক্ষনাবেক্ষণে নিয়োজিত থাকে। ২০১২ সালে এসব গাছ পরিপক্ক হওয়ায় বিধি মোতাবেক কিছু সংখ্যক গাছ কাটার প্রক্রিয়া শুরু করলে বাধা দেয় হরিঢালী কৃষক সমবায় সমিতি নামের একটি সংগঠনের কতিপয় সদস্য। তাদের দাবি, এসব গাছ তারা রোপন করে এর রক্ষনাবেক্ষণ, পরিচর্যা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনপ্রাপ্ত হয়ে ৩১৩ সদস্য বিশিষ্ট হরিঢালী কৃষক সমবায় সমিতি গঠন করেন। উত্তরণের পক্ষে গাছ কাটায় বাধা আসলে ২০১২ সালের ১১ এপ্রিল উত্তরণের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মামলা করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্তপূর্বক উত্তরণকে বিক্রিযোগ্য গাছ কাটার জন্য ৩০/৭/১২ তারিখে আদেশ দেন। কিন্তু এই আদেশের এক পর্যায়ে হরিঢালী কৃষক সমবায় সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দীন উত্তরণের ব্যবস্থাপক, পরিচালক, হরিঢালী ইউপি চেয়ারম্যান, বিভাগীয় বন কর্মকতা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতাকে বিবাদী করে ১৪/৮/১২ তারিখে খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে একটি মামলা করেন। তবে এর আগে গাছ চুরির অভিযোগে উত্তরণ কর্তৃপক্ষ হরিঢালী কৃষক সমবায় সমিতির সদস্যদের বিরুদ্ধে ৮/৫/১২ তারিখে একটি মামলা করে। এ ব্যাপারে হরিঢালী কৃষক সমবায় সমিতির সভাপতি মুন্সি শাফায়েত হোসেন বলেন, ‘আমরা হরিঢালী ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়ে গাছ কেটেছি।’