রায়পাড়ায় চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দু’যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগে দু’যুবককে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন-ওই এলাকার জামাল খাঁ’র ছেলে বাবু খাঁ (২৬) ও বদরার ছেলে বাপ্পী (২৭)।
পুলিশের একটি সূত্র জানায়, চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির জনৈক লাভলু ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের (৪৩) কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন নানা অপরাধের সাথে জড়িত এলাকার কয়েকজন যুবক। চাঁদা না দেওয়ায় তাকে হুমকি দেয়া হচ্ছিল। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে চাঁদাবাজ যুবকরা তার বাসায় যান এবং তাকে চাঁদা দিতে বলেন। কিন্তু তিনি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এছাড়া চাঁদাবাজরা তার কাছে থাকা সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। গত সোমবার রাতে এ ঘটনায় হাবিবুর রহমান ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। আসামিরা হচ্ছেন-চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির ই¯্রাফিল ড্রাইভারের ছেলে স্বজল (২৫), জামাল খাঁ’র ছেলে বাবু খাঁ (২৬), বদরার ছেলে বাপ্পী (২৭), মুন্নার ছেলে নাঈম (৩০), টুলুর ছেলে আশিক (২১), খলিলের ছেলে রেজাউল (২৪), কাবিলের ছেলে রিয়াজ (২০) ও একই এলাকার সোহেল (২৩)। হাবিবুর রহমান মামলা দায়েরের পর গত সোমবার দিবাগত রাতে এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি বাবু খাঁ ও বাপ্পীকে পুলিশ আটক করে।