শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রা. বিদ্যালয়ে ১৭ বছরেও কোনো উন্নয়ন হয়নি

0

শেখ বদর উদ্দিন,ফুলবাড়ীগেট (খুলনা) ॥ খুলনার খানজাহান আলী থানার দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়টিতে দীর্ঘ ১৭ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বিদ্যালয়টিতে ঝুঁকিপূর্ণ অবস্থ্য়া শিক্ষাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
২০০৩ সালে ৪ রুম বিশিষ্ট টিন শেডের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে ৪ জন শিক্ষক/শিক্ষিকা বিশিষ্ট শিশু শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ২০, ১ম শ্রেণীতে ১৮ জন, ২য় শ্রেণিতে ১৯ জন, ৩য় শ্রেণিতে ৩৬জন, ৪র্থ শ্রেণিতে ১২ জন এবং ৫ম শ্রেণিতে ১৭ জন সহ মোট শিক্ষার্থী রয়েছে ১২২ জন। বেড়াবিহীন ১টি পাকা দেয়াল দেওয়া টিনের ছাউনি রয়েছে। টিনের ছাউনিতে বর্ষা মৌসুমে পানি পড়ে। এ সময় শিক্ষর্াীদের দাঁড়িয়ে কাস করতে হয়। সাড়ে ২৩ শতক জমির ওপর স্কুলটি ৪ রুম বিশিষ্ট টিনশেডের তৈরি। ভেতরে ১টি অফিস রুম, শিক্ষক শিক্ষার্থীদের বসার ব্যবস্থা নেই। এলাকার দরিদ্র ছেলেমেয়েরা এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে । প্রায় ২ কিলোমিটারের ভেতর আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ছেলে মেয়েদের ওই বিদ্যালয়ে ভর্তি করতে হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুস সালাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার স্কুলটির বেহাল দশার ব্যাপারে জানানো হলেও কোনো ফল হয়নি। স্কুলের প্রধান শিক্ষক শাকিলা খাতুন বলেন প্রতি বছরই ফুলতলা উপজেলা শিক্ষা অধিদপ্তরে স্কুলটির উন্নয়নের ব্যাপারে এবং ঝুকিপূর্ণ অবস্থার বিষয়ে জানানো হয়। কিন্ত এর কোনো সুরাহা হয়নি। এলাকাবাসী স্কুলটির সংস্কারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।