৫৬ বছর নিজের পেশা আঁকড়ে সুখী মানুষ সবার খোকন দা

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ কালিপদ ওরফে খোকন দাস ধোপার বয়স এখন ৮২ বছর।, এই পেশা আঁকড়ে ধরে তিনি ৫৬ বছর পার করে এসেছেন। প্রতিদিন সকাল হলেই ঘাড়ে কাপড়ের পুটলি নিয়ে বিরামহীন পায়ে ছুটে চলেন সদা হাসি-খুশির এ সাদা মনের মানুষটা। গ্রামের বাড়ি বাড়ি ঘুুরে ময়লা কাপড় জোগাড় করেন। ধোলাই শেষে ভাঁজ করে যার যার বাড়িতে পৌঁছে দেয়াই তার নিত্যদিনের কাজ। সব বয়সী মানুষের কাছে তিনি খোকন দা নামে পরিচিত। খোকন দা এ কাজ করেই ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। স্বামী-স্ত্রী নিয়ে এখন বেশ ভালই আছেন বলে জানান। সংসারে নেই কোনো ঝগড়া-ঝাটি, তার নেই কোনো শত্র“। খুলনার পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে তার বাড়ি। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও গদাইপুর ইউনিয়নের সব গ্রামে প্রতিদিন তার বিচরণ। পঞ্চাশ পয়সা, এক টাকা, দু টাকা দিয়ে প্রথম কাজ শুরু করেন তিনি। এখন বিশ-পঞ্চাশ টাকা নিয়ে একটি কাপড় ধোলাই করছেন। এক সময় বিদ্যুৎ ছিল না। তখন তালের জটা দিয়ে ইস্ত্রি গরম করে কাপড় ভাঁজ করা হতো। বয়স তাকে কাবু করতে পারেনি। যে কারণে সকালের খোকন দা’র বয়স ৮২ হলেও লোকে তাকে ৫৫-৬০ বছরের যুবক বলে ডাকে।